যেভাবে করবেন ইতিকাফইতিকাফ একটি মহান ইবাদত। ইতিকাফের মাধ্যমে ঈমানদার নিজেকে অনন্য উচ্চতায় উপনীত করে। ইতিকাফ অবস্থায় বান্দা নিজেকে আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার অন্য সব বিষয় থেকে আলাদা করে নেয়। আল্লাহর নৈকট্য লাভের নিরন্তর সাধনায় মশগুল হয়ে পড়ে।২১ মার্চ ২০২৫