গত সপ্তাহে ক্রিশ্চিয়ান চিভু পদত্যাগ করার পর থেকেই শূন্য ছিল পারমার প্রধান কোচের পদটি। সে শূন্য পদে কার্লোস কুয়েস্তাকে বসিয়েছে ইতালিয়ান সিরি’এর ক্লাবটি। তাতেই প্রায় এক শতাব্দীর মধ্যে ইতালির শীর্ষ লিগের সর্বকনিষ্ঠ কোচ বনে গেছেন ২৯ বছর বয়সী কুয়েস্তা।