ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত রায়হান রাফীর সিনেমা ‘আমলনামা’ গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। মুক্তির তিন দিন পর সিনেমাটি নিয়ে আপত্তি তোলেন কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম।
১৮ থেকে ২২ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করি। অনেকটা সামনের সারিতেই ছিলাম। ভয়ংকর পরিস্থিতি ছিলো তখন। আন্দোলন অনেকটা ঝিমিয়ে যায়। কারফিউ শিথিল হচ্ছিল। অফিস আস্তে আস্তে খোলা হচ্ছিল।
ডিবি থেকে নিয়েই তাদের ক্রসফায়ারে হত্যা করা হয়। এই ক্রসফায়ারকেই ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে চালিয়েছিল পুলিশ।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের শাসনামলে সংঘটিত প্রথম আলোচিত ক্রসফায়ারের ওই ঘটনার বিবরণ পুলিশের প্রেসনোটের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।