আমলনামা নিয়ে একরামুলের স্ত্রীর আপত্তি, কী বললেন রাফী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১২: ২০

ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত রায়হান রাফীর সিনেমা ‘আমলনামা’ গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। মুক্তির তিন দিন পর সিনেমাটি নিয়ে আপত্তি তোলেন কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম। একটি দৈনিক পত্রিকায় ‘অনেকে বলছেন, কথিত বন্দুকযুদ্ধে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনা নিয়েই ‘আমলনামা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন আয়েশা বেগম। সংবাদের ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, ‘রায়হান রাফী একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোনো সত্য ঘটনার সঙ্গে মিল নেই, তিনি তার মনমতো করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন।’

তিনি লেখেন, ‘আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করছেন, আমার স্বামী কোনো প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে।’

বিজ্ঞাপন

তিনি আরো লেখেন, ‘আর প্রথম আলো এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ করছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনোরকম মাদকদ্রব্য ও অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না। সে মাদকের বিরোধিতা করেছিল, তাই আজ খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে।’

আয়েশা বেগমের ফেসবুক পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে যায়। তার পোস্টের জবাবে নির্মাতা রায়হান রাফী আমার দেশকে বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা। বিগত সময়ে দেশে যত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, সব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি। আমরা অনেকগুলো ঘটনার আলোকে একটি গল্প বলার চেষ্টা করেছি, বলেছি। নিশ্চিত করে বলছি, এ গল্পে একক কোনো ব্যক্তি নেই।’

রাফী বলেন, ‘আমি মনে করি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলোতে আরো বেশি কাজ হওয়া দরকার। সিনেমাও ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। এক সময় এসব দলিলের কারণে হত্যার বিচার করতে সুবিধা হতে পারে।’

‘আমলনামা’ চলচ্চিত্রে তমা মির্জা, জাহিদ হাসান, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, একে আজাদ সেতু, ইনায়া আর্যাসহ আরো অনেকে অভিনয় করেছেন। রায়হান রাফীর গল্পে ‘আমলনামা’র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এস এম নজরুল ইসলাম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত