চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। প্রচুর বোরো ধান উৎপাদনের ফলে চালের দাম শিগগির সহনীয় পর্যায়ে আসবে।
চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।