আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলসহ ফ্যাসিবাদবিরোধী অন্যান্য দলকে নিয়ে একটি নির্বাচনি জোট গঠনের বিষয়ে আলোচনা করেছে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ। এছাড়া আগামী দিনে জাতীয় সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে দল দুটি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন,‘জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। কিন্তু অনেক দল, যারা মনে করে ক্ষমতায় যেতে পারে, তারা তো কিছুই মানতে চায় না। বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত।’
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এ বিশেষ বর্ধিত সভা ডাকার মূল উদ্দেশ্য তৃণমূলের নেতৃবৃন্দের নির্বাচন নিয়ে কি ভাবনা রয়েছে, সেই বিষয়ে মতামত নেওয়া।
বৃহস্পতিবার উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের জেরে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে চার ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
গণঅধিকার পরিষদ অন্তর্বতীর্কালীন সরকারের প্রধান ডক্টর ইউনুছের পদত্যাগ চায়নি। আমরা সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে চেয়েছি। আমরা একটিবারের জন্যেও পদত্যাগ চায়নি। কিন্তু সরকার প্রধান পদত্যাগের নাটক করেছেন। এটা জনগণের সাথে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হয়েছে।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আহতদের মধ্যে আছেন- জাপার বরিশাল মহানগরের আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, গণঅধিকার পরিষদের বরিশাল জেলা কমিটির সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক হাসান প্রমুখ। তাদের মধ্যে সাতজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা সরাসরি কোনো কথা বলেননি। এটা বলার সুযোগও নেই। তবে তিনি এটা স্বীকার করেছেন, সে সময় অনেক নতুন উপদেষ্টা ছিলেন যাদের এখন পারফরমেন্সের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হচ্ছে।
বাংলাদেশে আর কোনো ১/১১ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার মতে, এ ধরনের গুজব ছড়িয়ে জনগণকে পরিকল্পিতভাবে বিভ্রান্ত ও আতঙ্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, এক ডক্টর মুহাম্মদ ইউনূসের পারফরম্যান্স, আন্তর্জাতিক ইমেজ দিয়ে সবকিছুর পরিবর্তন হবে না। ভাল টিম না পেলে ম্যান অব দ্য ম্যাচ হওয়া যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামতে হবে। একটি স্বচ্ছ, জবাবদিহি ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগঠিত হতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।
গণঅধিকার পরিষদ বলেছে, আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ঢাবির তৎকালীন প্রশাসন ও ছাত্রলীগ-আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার দুপুরে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন তিনি।
আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাবি সাবেক ভিসি আক্তারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানীসহ ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে। বাংলাদেশ যাতে সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে।
গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি, গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক নেয়ামুল হক নয়ন, উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া, যুগ্ম আহবায়ক জালাল দাড়িয়া, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম বক্তব্য রাখেন।