সরকারের অভ্যন্তরে দুর্নীতির প্রতিবাদে ‘মার্চ টু দুদক’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। রোববার দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে গণজমায়েত হয়ে দুর্নীতি দমন কমিশনের উদ্দেশে এ মার্চ শুরু হয়।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিতভাবে ভারতের মদদে ২০০৯ সালে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
ছাত্রলীগের স্পাই হিসেবে আন্দোলনে এসে ১০-১২ দিন মিডিয়ার সামনে কথা বলে কেউ কেউ আজ বড় নেতা হয়ে গেছে। আমরা গত ৭ বছর যাবৎ লড়াই সংগ্রাম করে আজকে এ পর্যন্ত এসেছি। আমরা কেউ উপদেষ্টা হতে চাইনি, আমরা বলেছি এই সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, যতদিন সময় লাগে সংস্কারের জন্য এই সরকার সেই সময় নিক।