গায়ক ও অভিনেতা ববি শারম্যান

মারা গেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান

বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান গত মঙ্গলবার মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত মৃত্যুকালে তার বয়স হইয়েছিল ৮১ বছর। শারম্যান মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শারম্যানের স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান।

মারা গেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান