এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। জাকির হোসেনের স্থলে শফি উদ্দিনকে দায়িত্ব দেওয়া হলো।
বন্দরের চেয়েও ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপো বা অফডক কর্তৃপক্ষকে। প্রতিটি অফডকের সামনে শত শত ট্রাক, লড়ি ও কাভার্ডভ্যান পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। কাস্টমস ডকুমেন্ট রিসিভ না করায় পণ্য নামাতে পারছে না তারা।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাট ডাউন’ কর্মসূচির কারণে স্থবিরতা নেমেছে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে। জাহাজ থেকে পণ্য ওঠা-নামা কার্যক্রম স্বাভাবিক থাকলেও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় থমকে গেছে পণ্য সরবরাহ।
দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো কলম বিরতি চলছে চট্টগ্রাম কাস্টম হাউসে। বুধবার দুপুর ১২টা থেকে পূর্বনির্ধারিত এই কর্মসূচি শুরু করে কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা। চলবে বিকেল ৫টা পর্যন্ত।