গত আট মাসে বাংলাদেশে বিনিয়োগ করা সহজ করার লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকারের এগুনোর কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য এমন অনুকূল পরিবেশ এর আগে দেশে কখনো ছিল না।
বাংলাদেশে পরিত্যক্ত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ করবে চীন। যার সুফল হিসেবে আগামী বছরই আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে বাংলাদেশের মানুষ।
পর্যটন খাতে চীনা কোম্পানিগুলো যেন বিনিয়োগ বাড়াতে পারে এবং এখানে আরও ব্যবসার বিকাশ করতে পারে, সেজন্য রাষ্ট্রদূতকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান এবি পার্টির নেতারা।