প্রথম দেখাতেই মনে হতে পারে এ যেন কোনো রূপকথার জগতের দৃশ্য; কিংবা কোনো শিল্পীর তুলিতে আঁকা কোনো জাদুকরী ক্যানভাস! বিশ্বের বিভিন্ন দেশের মতো ইংল্যান্ডের অন্যতম প্রাচীন নগরী লিভারপুলের পার্কগুলোয় রয়েছে অনেক বছরের পুরোনো চেরিগাছের সারি সারি বাগান, যা পুরো এলাকা যেন গোলাপি ফুলের সমারোহে ভরে উঠেছে।