আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাজনীতি না করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে ঘরে-বাইরে চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছিলেন ট্রুডো। বুধবার এক সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।
ক্ষমতাসীন লিবারেল পার্টির চাপে গতকাল পদত্যাগের ঘোষণা দেন ৫৩ বছর বয়সী ট্রুডো। এ বছরই সাধারণ নির্বাচন। কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, দল নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন। সোমবার নিজ বাসভবন রিডো কটেজে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।বিরোধীরা তো বটেই, দলের মধ্যে থেকেও উঠছে পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী।