ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলের তিন খলনায়ক সিইসি ছিলেন কাজী রকিবউদ্দিন, কেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল।
সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা প্রকাশ্যে জুতাপেটা খাওয়ার পর মব শব্দটি এখন আবার ভাইরাল হয়েছে। ৫ আগস্টের পর থেকে একদল বুদ্ধিজীবী এবং সুশীল মিডিয়া মব শব্দটিকে আমাদের সামনে এনেছে। তাকে মব জাস্টিস বলে জোরেশোরে প্রচারণা চালানোও এক ধরনের মব জাস্টিস।
দেশের নির্বাচনব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস হয়েছে, এদের অন্যতম একজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।