
নেস্লে বাংলাদেশের প্রথম ‘গাট হেলথ সামিট’
বিজ্ঞান ও পুষ্টি বিষয়ে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন
নেস্লে বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করেছে ‘দ্য গাট নেক্সাস; দ্য সায়েন্স অব দ্য গাট মাইক্রোবায়োম’ শীর্ষক দুই দিনব্যাপী বিশেষ ওয়ার্কশপ, যেখানে গাট হেলথ বিষয়ক সর্বশেষ সায়েন্টিফিক অগ্রগতি তুলে ধরা হয়। দেশের বিভিন্ন সেক্টরের ২৫০ এর বেশি বিশেষজ্ঞ ও গবেষক এতে অংশ নেন।
