ঈদের আনন্দকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম নগরীর অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে। ঈদুল আজহার দ্বিতীয় দিন, রোববার সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর ছিল সৈকত এলাকাজুড়ে।
মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় ঘটনায় জড়িত সবাইকে ১২ জনকে আটক করা হয়েছে।
সমুদ্রের শুভ্র সফেন প্রমোদহাস্য রূপ মনকে করে প্রসন্ন। উত্তাল ঢেউয়ের শীতল স্পর্শ তপ্ত মন ভিজিয়ে দেয়। দিনশেষে বিকেলের অস্তমিত সূর্যের রক্তিম আভা মনকে করে বিমোহিত। সবুজ কার্পেটে মোড়ানো পাহাড়ের শান্ত রূপ মনে শান্তির পরশ বুলিয়ে দেয়। এ সুযোগটি শুধু মেলে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে।