সান্তাক্লজের লোকদের সহায়তায় আমি যখন বাড়ি ফিরছিলাম, তখন দেখতে পেলাম প্রাসাদের সামনের পথ, বনভূমির গাছপালা এবং গোটা শহর রঙ-বেরঙের আলোয় সাজানো। মনে হচ্ছিল আলোর প্রবাহ রাস্তার অন্ধকারে জীবনের স্পন্দন ফিরিয়ে এনেছে। এমনকি আমার সহায়তাকারী লোকদেরও আর রূঢ়ভাষী অ-বন্ধুসুলভ মনে হলো না।