ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউনে গত সাত বছর ধরে পান-সুপারির ব্যবসা করেন আছিয়া খাতুন। এ ব্যবসা করেই সংসারের যাবতীয় ব্যয় নির্বাহ করেন ৫০ বয়সি এই নারী।
অতিথি আপ্যায়নে বাঙালি সমাজে বাটাভর্তি পান একটি বিশেষ অনুষঙ্গ। খাওয়া-দাওয়া শেষে রসনাতৃপ্তির জন্য অনেকের কাছে এটি অত্যাবশ্যকীয়। পরিশেষে এক খিলি পান না দিলে যেন অপূর্ণতা রয়ে যায়। দেশ-বিদেশে রয়েছে রসালো মিঠা জাতের পানের ব্যাপক সমাদর।