সরেজমিন দেখা যায়, পাথুরে এলাকা হওয়ায় ওই এলাকায় স্থাপন করা যায় না গভীর নলকূপ। ফলে আন্দারী খালের পানির ওপরই নির্ভর করে গোটা এলাকার মানুষ। কারখানা নির্মাণের জন্য জায়গা নির্ধারণের পর পাহাড়ের উপর স্তরের মাটি ইতোমধ্যে কেটে সমান করেছে কোম্পানি।
দিনের বেলায় শ্রমিক দিয়ে আর রাতে এক্সকেভেটর দিয়ে কেটে সাবাড় করা হচ্ছে পাহাড়। একদিকে পাহাড় কাটা চলছে অন্যদিকে তৈরি হচ্ছে ১৭ তলা ভবন, অভিযোগ স্থানীয়দের।