পাঁচ বছর আগে বিয়ের কথা পাকাপাকি হয় তাদের। কিন্তু ভিসা জটিলতায় হাসনা বাংলাদেশে আসতে পারেননি। তবে মাঝে মাঝে মালয়েশিয়ায় যেতেন আনিছ। খুবজিপুর গ্রামের জলিল রহমানের ছেলে আনিছুর রহমান (৪২)। সিটি হাসনা (৩২) মালয়েশিয়া প্রবাসী মসিন জাকরির মেয়ে।