ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন।
সীমান্তে আর কোনো হত্যা বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার বিশ্বজুড়ে আলোচিত-সমালোচিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানীর কবর জিয়ারত শেষে এ মন্তব্য করে তিনি।
আওয়ামী লীগের আমলে আমার মেয়ে ফেলানী হত্যার বিচার পাইনি। দেশ স্বাধীন হয়েছে এবং আমার পাশে ছাত্ররা দাঁড়িয়েছে, তাই আশা করছি আমার মেয়ের বিচার পাবো। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী হত্যার বার্ষিকী আজ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২০১১ সালের ৭ জানুয়ারি কিশোরী ফেলানীকে নির্মমভাবে হত্যা করে। বাবার সঙ্গে সীমান্ত অতিক্রমের সময় তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়ে বিএসএফ।