সপ্তম শ্রেণির বই নিতে আসা মামুন বলে, বিপ্লবে অনেকে দেশের জন্য জীবন দিয়েছেন, আবার অনেকে হাত-পা কিংবা চোখ হারিয়েছেন। আমাদেরও খানিকটা ত্যাগ স্বীকার করা উচিত। ফলে খানিকটা দেরিতে বই পেলে মন খারাপ হওয়ার কী আছে? দেরি হোক বই তো পাব।