শেখ হাসিনা ভারত সরকারের সঙ্গে নিজের চক্রান্তকে যুক্ত করে ভারত সরকারের দালাল হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণার আসর গরম করছে। এদিক দিয়ে হাসিনা শুধু একজন ফ্যাসিস্ট হিসেবেই নয়, দেশের প্রতি বিশ্বাসঘাতক বেইমান (traitor) হিসেবে তার ভূমিকা পালন করছে। কিন্তু এসব করে তার কিছু লাভ হবে না।