
বাউফলে জামায়াতে যোগ দিলেন বিএনপির হেলাল মুন্সী
মঙ্গলবার বিকালে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত দাঁড়িপাল্লার উঠান বৈঠকে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে জামায়াত প্রার্থী ড. শফিকুলের হাতে হাত রেখে দল পরিবর্তন করে হেলাল মুন্সী।

মঙ্গলবার বিকালে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত দাঁড়িপাল্লার উঠান বৈঠকে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে জামায়াত প্রার্থী ড. শফিকুলের হাতে হাত রেখে দল পরিবর্তন করে হেলাল মুন্সী।

বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদ
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারে বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি (পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন।

আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমরা অন্যায়ের কাছে আপস করিনি। দেশে যাতে আরো একটা ফ্যাসিবাদ তৈরি না হয়, সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। যারা জুলাই সনদ এবং পিআর পদ্ধতির বিরোধিতা করে, তারা মূলত অংশগ্রহণমূলক অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন চান না।