
গামিনি ছুটিতে, হোম অব ক্রিকেটের দায়িত্বে হেমিং
২০২৩ সালে হেড অব কিউরেটর হিসেবে বিসিবিতে যোগ দেন আইসিসি ও দুবাইতে কাজ করা অস্ট্রেলিয়ান টনি হেমিং। দুই বছরের চুক্তিতে যোগ দেওয়া এই অজি গত ২০২৪ সালে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান পাকিস্তানে। ফের বিসিবিতে ফেরার আগে ছিলেন পিসিবির হেড অব কিউরেটর।

