গামিনি ছুটিতে, হোম অব ক্রিকেটের দায়িত্বে হেমিং

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৩: ০০
টনি হেমিং

২০২৩ সালে হেড অব কিউরেটর হিসেবে বিসিবিতে যোগ দেন আইসিসি ও দুবাইতে কাজ করা অস্ট্রেলিয়ান টনি হেমিং। দুই বছরের চুক্তিতে যোগ দেওয়া এই অজি গত ২০২৪ সালে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান পাকিস্তানে। ফের বিসিবিতে ফেরার আগে ছিলেন পিসিবির হেড অব কিউরেটর। দ্বিতীয় দফায় বিসিবিতে যোগ দেওয়ার আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে- প্রথম দফায় তার চাকরি ছাড়ার কারণ নিয়ে। চাকরি ছেড়ে চলে যাওয়ার সময় হেমিং বলেন, শ্রীলঙ্কান সিন্ডিকেটের কারণে কাজ করতে পারছি না। এমনকি গ্রাউন্ডস কমিটির বিপক্ষে অসংখ্য অভিযোগ তুলেছি।

বিজ্ঞাপন


একই গ্রাউন্ডস কমিটির অধীনে ফের বিসিবিতে ফিরেছেন টনি হেমিং। গত পরশু রাতে ঢাকায় পা রাখা এই অজি গতকাল থেকেই শুরু করেছেন নিজের কাজ। গতকাল মিরপুরের উইকেট ও একাডেমি মাঠের উইকেট পরিদর্শন করেছেন তিনি।


আগের দফায় চাকরি ছাড়ার সময় তার অভিযোগ ছিল, কাজ করার সুযোগ পাচ্ছেন না। এমনকি সে সময় গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের বিরুদ্ধেও ছিল তার অভিযোগ। গ্রাউন্ডস কমিটিতে কোনো পরিবর্তন না আসার আগেই ফেরত আসা হেমিংয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে কি না সেই প্রশ্নের জবাবে গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুব আনাম আমার দেশকে বলেন, ‘কোনো কথা হয়নি। তিনি কেন অভিযোগ করেছেন, সেই প্রশ্নের উত্তর তিনিই ভালোভাবে দিতে পারবেন।’


হেমিংয়ের আগের দফায় মিরপুরের কিউরেটর হিসেবে দায়িত্বে ছিলেন গামিনি ডি সিলভা। এখনো সেই দায়িত্বে আছেন এই শ্রীলঙ্কান। এবার হেমিং যোগ দেওয়ার আগে দেওয়ার আগেই অবশ্য গামিনি ছুটিতে আছেন।

বিষয়:

বিসিআই
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত