দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে বেকারত্বের হার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে। চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশের বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
শেখ হাসিনার শেষ এক বছরে দেশে বেকারত্বের হারের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বেকারত্বের হার ৪ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। অর্থনীতির পরিভাষায় বেকারত্বের হার ৩ শতাংশ হলেই কর্মসংস্থানের জন্য শোভনীয়। কিন্তু বাংলাদেশে এমন বেড়ে যাওয়াকে আশঙ্কাজনক বলছেন অর্থনীতিবিদরা।