
গাজা থেকে বোমা অপসারণে লাগবে অন্তত ৩০ বছর
সংস্থার বিস্ফোরক অস্ত্র নিষ্কাশন বিশেষজ্ঞ নিক অর রয়টার্সকে জানান, দুই বছরের ইসরাইল-হামাস যুদ্ধের ফলে গাজার ভূমি ও ধ্বংসস্তূপের নিচে অগণিত অবিস্ফোরিত বোমা ছড়িয়ে আছে, যা আগামী প্রজন্মের জন্যও গুরুতর হুমকি হয়ে থাকবে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ শহরগুলোর মতোই গাজাতেও আগামী কয়েক দশক


