
বড় পর্দার ‘প্রেশার কুকার’-এ মারিয়া শান্ত
ছোট পর্দার পরিচিত মুখ মারিয়া শান্ত। নাম রেখেছি প্রেমিক, ফুলবাহার, পরাণের আধখান, আলাদিনের প্রদীপে যেভাবে দৈত্য এলো, বুক পকেটের গল্প এবং সম্প্রতি ‘সানগ্লাস’ ও ‘হৃদয় গভীরেসহ বেশকিছু নাটকে তার অভিনয় দর্শকের মনোযোগ কুড়িয়েছে।
