
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খোঁজ মিললো অসুস্থ প্রবাসীর
জানা গেছে, অসুস্থ প্রবাসীর নাম মিকাইল, বাংলাদেশী পাসপোর্ট নম্বর- A05327242 । তিনি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের মাটিখলা গ্রামের বাসিন্দা। চাকুরীর সুবাদে তিনি মালয়েশিয়ার জোহরবারু রাজ্যে বসবাস করতেন। কিন্তু অসুস্থতার কারণে অনেক দিন যাবত ঠিক মতো কাজ করতে পারছিলেন না।


