সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হারলেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচে ১০ উইকেট (৫+৫) শিকার করে নতুন রেকর্ড গড়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চসংখ্যক তিনবার ১০ উইকেট শিকারের কীর্তি গড়লেন এই ক্রিকেটার।
ক্রিকেট মাঠের তারকা অলরাউন্ডার তিনি। ব্যাটিং কিংবা বোলিং, দুটোতেই সমান পারদর্শী। মেহেদী হাসান মিরাজ ক্রিকেটের সঙ্গে এবার চালিয়ে যাবেন পড়াশোনাও। ভর্তি হয়েছেন সাউথইস্ট ইউনিভার্সিটির স্নাতকে। নাম লিখেছেন ইংরেজি বিভাগে।
টস জিতে গত রাতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ। সফরকারীরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান জমা করে স্কোরবোর্ডে। মিরাজ (৭৪), তানজিদ হাসান তামিম (৬০) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫০*) তিন ব্যাটার ফিফটি পেয়েছেন।