ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে পিচ নষ্টের অভিযোগ এনেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও পেসার ক্রিস ওকস। এই কর্মকাণ্ডে বেশ ক্ষুব্ধ হয়েছেন তারা।
এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ভারত থেমেছে ৫৮৭ রানে। অথচ দলীয় ২১১ রানেই ৫ উইকেট হারিয়েছিল তারা। ষষ্ঠ উইকেটে শুবমান গিলের সঙ্গে ২০৩ রান যোগ করেন রবীন্দ্র জাদেজা। মূলত এই জুটিতে ভর করেই বড় সংগ্রহ পেয়েছে ভারত।