মানুষের ভোগান্তি লাঘবে এলাকার যুবসমাজ এগিয়ে আসে সড়কটির আপৎকালীন সংস্কারে। এলাকাবাসীর পাশাপাশি ঢাকায় ও প্রবাসে থাকা গ্রামের কয়েকজন ব্যক্তি আর্থিক সহায়তা দিয়েছেন। আমরা ইটের খোয়া, সিমেন্ট ও বালু দিয়ে রাস্তায় ভাঙা জায়গাগুলোতে ঢালাই দিয়ে অস্থায়ীভাবে মেরামত করে চলাচলের উপযোগী করে তুলছি।
চলমান খোঁড়াখুঁড়ির কারণে দুর্ভোগে পড়েছে হাজারো পরীক্ষার্থী। এইচএসসি ও সমমান পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে কলেজে আসা-যাওয়া করতে হচ্ছে।