
রোনালদোতে পরাস্ত রোবট গোলরক্ষক
কম তো নয়! গত ফেব্রুয়ারিতেই বয়সটা পেরিয়ে গেছে ৪০-এর কোঠা। কিন্তু ৪১-এর কাছাকাছি এসেও ক্রিশ্চিয়ানো রোনালদো যেন চিরসবুজ তরুণ! দুর্দান্ত খেলে পেয়ে যাচ্ছেন গোলের পর গোল। অথচ এ বয়সে তো অবশ্যই, তার আগেও অনেকে ফুটবল ক্যারিয়ারকে গুডবাই জানিয়ে দেন।

