আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চীনে ট্রাফিক নিয়ন্ত্রণে রোবট পুলিশ

আমার দেশ অনলাইন

চীনে ট্রাফিক নিয়ন্ত্রণে রোবট পুলিশ
চীনের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে রোবট। ছবি: সংগৃহীত

চীনের ব্যস্ত সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ‘রোবট ট্রাফিক পুলিশ’। গত শনিবার থেকে আনহুই প্রদেশের উহু শহরের রাস্তায় স্মার্ট রোবটটি মানব ট্রাফিক পুলিশের সঙ্গে সড়ক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার কাজে অংশ নিচ্ছে।

উহু শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি পোশাক পরা, বুকে ট্রাফিক পুলিশের লোগো ও নম্বর সংবলিত রোবটটিকে দেখা যায় ট্রাফিক নির্দেশ দিতে। খবর সিসিটিভির।

বিজ্ঞাপন

ছোট একটি চলমান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রোবটটি নিজে নিজেই নির্দিষ্ট অবস্থানে পৌঁছাতে পারে এবং প্ল্যাটফর্ম ঘুরিয়ে চারদিকের যান চলাচল নিয়ন্ত্রণ করে।

রোবটটি মূলত চারটি ক্ষেত্রে প্রশিক্ষিত—ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা তৈরি, মোড়ে যান চলাচল সমন্বয়, অনিয়মিত আচরণ শনাক্ত করে সতর্ক করা এবং স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ।

ট্রাফিক লাইট ও ব্যবস্থাপনা সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকায় ব্যস্ত সময়ে রোবটটি মানব পুলিশকে পুনরাবৃত্তিমূলক কাজে সহায়তা করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন