
মালয়েশিয়ায় পৌঁছেছে দেশে আটকে পরা কর্মীদের প্রথম ফ্লাইট
প্রথম ধাপে ৬০ জন কর্মী মঙ্গলবার মধ্যরাতে কুয়ালালামপুর এসে পৌঁছায়। তবে ৬০ জন কর্মী আসলেও ফেরত পাঠানো হয়েছে ১ জনকে। এসময় নিয়োগদাতা প্রতিষ্ঠান 'কন্সট্রাকশান লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ-ক্লাব' এর প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন।

