আইন প্রণয়নের বাইরে সংসদ সদস্যদের (এমপি) সব ধরনের ‘খবরদারি’ বন্ধের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকা মেয়রসহ সব পর্যায়ের জনপ্রতিনিধির জন্য আচরণবিধি করার কথাও বলেন। জেলা প্রশাসক সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন তারা।
সংবিধান সংস্কার কমিশন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য ১০০টি আসনের সুপারিশ করেছে। এই সুপারিশের যৌক্তিকতার পুনর্বিবেচনার দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জানিয়েছে, সংসদে নারীদের জন্য ১০-২০টি আসনই সংগত।
সাড়ে তিন বছর সংসদ সদস্য থাকাকালে আব্দুস শাহীন চাকলাদার তার নির্বাচনি এলাকা যশোর-৬ (কেশবপুর) গড়ে তুলেছিলেন ‘বিকল্প শাসনকেন্দ্র’। একটি বাড়ির একাংশ ভাড়া নিয়ে সেখান থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ছাড়াও নিয়ন্ত্রণ করা হতো দখল, নিয়োগবাণিজ্য। ছিল নেতাদের আমোদ-ফুর্তির ব্যবস্থা।
নিউমার্কেট থানার হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এসময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানান। শুনানি শেষে তাকে ৫ দিনের রিমান্ডের নেয়ার আদেশ দেন আদালত।
বাবা নগেন্দ্রনাথ সাহা ওরফে নগেন সাহা পেশায় ছিলেন একজন পান চাষি। নিজের বরজে উৎপাদিত পান তিনিই বিক্রি করতেন হাটে। সেই নগেন সাহার ছেলে রণজিৎ রায় এখন শত শত কোটি টাকার মালিক।