আম্পায়ারিং নিয়ে বিতর্ক ঘরোয়া ক্রিকেটে যেন নিয়মে পরিণত হয়েছে। বছরজুড়ে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে মাঠের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকে দলগুলোর মধ্যে। এর বিপরীতে দেশের আম্পায়ারিং নিয়ে কিছুটা হলেও তৃপ্তির ঢেঁকুর তোলার মতো উপকরণ আছে।