ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী ‘রাষ্ট্র মেরামতের’ দায়িত্ব পাওয়া এই সরকারের প্রতি বিপুল প্রত্যাশা থাকলেও ছয় মাসের মাথায় এসে প্রত্যাশা ও প্রাপ্তিতে ব্যবধান দেখা দিয়েছে। মানুষের নিত্য চাহিদা পূরণে সরকারে ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে।
ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। অনেকেই বলার চেষ্টা করছেন, দেশ ভালো চলছে না। যদিও সম্প্রতি বিআইজিডির এক জরিপের ফলাফলে জানানো হয়েছে, দেশের ৫৬ শতাংশ মানুষ মনে করে দেশ এখন ঠিকপথে চলছে।