চ্যানেল আই সেরাকন্ঠ’ প্লাটফর্ম থেকেই উঠে এসেছে আজকের প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী ইমরান, লুইপা, ইউসুফ, কোনাল, ঝিলিক, আতিয়া আনিসা’ সহ আরো অনেকেই। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ হয়েছেন নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশিন টুশি।
‘জন্ম আমার ধন্য হলো’, ‘ও আমার বাংলা মা তোর’, ‘ও মাঝি নাও ছাইড়া দে’ কিংবা ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’—এসব দেশাত্মবোধক গান শুনলে বাঙালির রক্ত তোলপাড় করে ওঠে। হৃদয়গ্রাহী এসব গান কণ্ঠে তুলে নিয়ে কিংবদন্তি সাবিনা ইয়াসমিন হয়েছেন আরো অতুলনীয়। এবার তার কণ্ঠে শোনা যাবে নতুন আরেকটি দেশাত্মবোধক গান।