ভালোবাসার শহর কিংবা স্বপ্নের শহর যে নামেই ডাকুন, ভুল হবে না। মোহময় প্যারিসকে বিশ্বের একেকজন গুণি একেক রকম নাম দিয়েছেন। তবে শিল্প-সাহিত্যের শহর আর ভালোবাসার শহর নামেই বেশ পরিচিতি প্যারিসের।