
সেনেগাল উপকূলে নৌকাডুবি, ১৫০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা
সেনেগালের উপকূলে একটি নৌযান ডুবে ১৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার পথে নৌযানটি ডুবে যায়। শুক্রবার সামাজিকমাধ্যমে বেসকারি সংগঠন ক্যামিনান্দো ফ্রন্টেরাসের প্রধান হেলেনা ম্যালেনো গারজন একথা জানান।


