প্রীতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে হেরেছিল ব্রাজিল। কিন্তু সেই ক্ষতটা তারা শুকিয়ে নেয় দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে। তবে পরের ম্যাচেই জাপানের কাছে হার মানে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ পর ফের জয়ের ছন্দে ফিরলেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গোল উপহার দিলেন এস্তেভাও আর ক্যাসেমিরো। তাদের দুজনের গোলে শনিবার রাতে সেনেগালকে ২-০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আমেরিকার এ ফুটবল পরাশক্তি।
গোলের জন্য ম্যাচের শুরু থেকেই মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাজিল। তার ফল তারা প্রায় পেয়ে বসেছিল ম্যাচের দুই মিনিটের মাথায়। এস্তেভাওয়ের কাছ থেকে বল পেয়ে ভিনিসিয়ুস জুনিয়র শট নিয়ে ছিলেন। কিন্তু তাকে হতাশ করেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। উল্টো পরের মিনিটেই গোল হজম করতে বসেছিল ব্রাজিল। তবে সুযোগটা মিস করেন সেনেগালের ইসমাইলা সার। চতুর্থ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে বল পেয়ে শট নিয়েছিলেন এস্তেভাও। কিন্তু তার শট ফিরিয়ে দেয় সেনেগাল। একই মিনিটে সুযোগ মিস করেন মাথেউস কুনহা। ব্রাজিলের এ খেলোয়াড়ের শট আঘাত করে পোস্টে।
এস্তেভাওয়ের আড়াআড়ি শটে ষষ্ঠ মিনিটে ক্যাসেমিরো হেড করেছিলেন। বল চলে গিয়েছিল সেনেগালের গোলমুখে। তবে বল নজর এড়াতে পারেনি সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির। তিন মিনিট বাদে ক্যাসেমিরোর কাছ থেকে বল পেয়ে গোলমুখে শট নিয়েছিলেন ভিনি। এবারও তাকে হতাশ করেন মেন্দি।
ব্রুনো গুইমারায়েসের উড়ন্ত বলে ১৭ মিনিটে নেওয়া মাথেউস কুনহার হেড আঘাত করে গোলপোস্টে। ১০ মিনিট পর গোলের সুযোগ পেয়েছিলাম রদ্রিগো। কিন্তু ভিনির অ্যাসিস্টটা কাজে লাগাতে পারেননি মেন্দির দুরন্ত পদক্ষেপে।
কিন্তু পরের মিনিটেই চলে আসে মহেন্দ্রক্ষণ। গোলের দেখা পেয়ে যায় ব্রাজিল। এস্তেভাও এগিয়ে দেন ব্রাজিলকে। গোল পেতে দেরি কিন্তু ব্যবধান বাড়াতে খুব বেশি সময় নেয়নি সেলেসাওরা। লড়াইয়ের ৩৫ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। ম্যাচের ৪২ মিনিটে গোল মিস করে সেনেগালের ইসমাইল জ্যাকবস। তার নেওয়া সরাসরি ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হয়। পরে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে গোলের অনেক সুযোগ মিস করে দুদল। কিন্তু আর কোনো গোলের দেখা মেলেনি ম্যাচে।

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে হেরেছিল ব্রাজিল। কিন্তু সেই ক্ষতটা তারা শুকিয়ে নেয় দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে। তবে পরের ম্যাচেই জাপানের কাছে হার মানে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ পর ফের জয়ের ছন্দে ফিরলেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গোল উপহার দিলেন এস্তেভাও আর ক্যাসেমিরো। তাদের দুজনের গোলে শনিবার রাতে সেনেগালকে ২-০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আমেরিকার এ ফুটবল পরাশক্তি।
গোলের জন্য ম্যাচের শুরু থেকেই মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাজিল। তার ফল তারা প্রায় পেয়ে বসেছিল ম্যাচের দুই মিনিটের মাথায়। এস্তেভাওয়ের কাছ থেকে বল পেয়ে ভিনিসিয়ুস জুনিয়র শট নিয়ে ছিলেন। কিন্তু তাকে হতাশ করেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। উল্টো পরের মিনিটেই গোল হজম করতে বসেছিল ব্রাজিল। তবে সুযোগটা মিস করেন সেনেগালের ইসমাইলা সার। চতুর্থ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে বল পেয়ে শট নিয়েছিলেন এস্তেভাও। কিন্তু তার শট ফিরিয়ে দেয় সেনেগাল। একই মিনিটে সুযোগ মিস করেন মাথেউস কুনহা। ব্রাজিলের এ খেলোয়াড়ের শট আঘাত করে পোস্টে।
এস্তেভাওয়ের আড়াআড়ি শটে ষষ্ঠ মিনিটে ক্যাসেমিরো হেড করেছিলেন। বল চলে গিয়েছিল সেনেগালের গোলমুখে। তবে বল নজর এড়াতে পারেনি সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির। তিন মিনিট বাদে ক্যাসেমিরোর কাছ থেকে বল পেয়ে গোলমুখে শট নিয়েছিলেন ভিনি। এবারও তাকে হতাশ করেন মেন্দি।
ব্রুনো গুইমারায়েসের উড়ন্ত বলে ১৭ মিনিটে নেওয়া মাথেউস কুনহার হেড আঘাত করে গোলপোস্টে। ১০ মিনিট পর গোলের সুযোগ পেয়েছিলাম রদ্রিগো। কিন্তু ভিনির অ্যাসিস্টটা কাজে লাগাতে পারেননি মেন্দির দুরন্ত পদক্ষেপে।
কিন্তু পরের মিনিটেই চলে আসে মহেন্দ্রক্ষণ। গোলের দেখা পেয়ে যায় ব্রাজিল। এস্তেভাও এগিয়ে দেন ব্রাজিলকে। গোল পেতে দেরি কিন্তু ব্যবধান বাড়াতে খুব বেশি সময় নেয়নি সেলেসাওরা। লড়াইয়ের ৩৫ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। ম্যাচের ৪২ মিনিটে গোল মিস করে সেনেগালের ইসমাইল জ্যাকবস। তার নেওয়া সরাসরি ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হয়। পরে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে গোলের অনেক সুযোগ মিস করে দুদল। কিন্তু আর কোনো গোলের দেখা মেলেনি ম্যাচে।

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহীর সানজামুল ইসলাম। আর ফাইফার পেয়েছেন রংপুরের রবিউল। আজ শুরু হয়েছে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের তিনটি ম্যাচ। রাউন্ডের অন্য ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল।
৫ ঘণ্টা আগে
কলকাতা টেস্টে চলছে বোলারদের দাপট। প্রথম দিন প্রতাপ দেখান জাসপ্রিত বুমরাহ। ফাইফার তুলে নিয়ে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়েছিলেন অল্পতেই (১৫৯)। আজ দ্বিতীয় দিনে এসে বল হাতে আধিপত্য বিস্তার করেন দক্ষিণ আফ্রিকান স্পিনার সাইমন হার্মার আর ফাস্ট বোলার মার্কো জানসেন।
৭ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামের আগেই ট্রেডিং উইন্ডোর নিয়ম মেনে অদলবদল সম্পন্ন করেছেন ভারতীয় দুই তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসন। চেন্নাই সুপার কিংস (সিএসকে) থেকে জাদেজা ফিরছেন রাজস্থান রয়্যালসে।
৭ ঘণ্টা আগে
চারটি মহাদেশের আটটি দল নিয়ে একটি নতুন বৈশ্বিক টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে আইসিসি। আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি নামের এই আসরটি ২০ থেকে ৩০ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগে