বাংলাদেশের দর্শকদের জন্য একই দিনে মুক্তি পাচ্ছে হলিউডের দুটি আলোচিত সিনেমা- ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ার্স লেটার’। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসহ দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দেখা যাবে এই ছবিগুলো।
একইসাথে হলিউডের ৪টি সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশে। সিনেমাগুলো হল- ‘মেগান ২.০’, ‘এফ ওয়ান’, ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ ও ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’।