
জেলা প্রশাসকের নির্দেশে রামগতিতে ৮ অবৈধ ইটভাটা ধ্বংস
লক্ষ্মীপুরের রামগতিতে তিনদিনে ৮টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় জরিমানাসহ ইটভাটা ধ্বংস করেছে তারা।

লক্ষ্মীপুরের রামগতিতে তিনদিনে ৮টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় জরিমানাসহ ইটভাটা ধ্বংস করেছে তারা।

স্থানীয়দের অভিযোগ, পরিবেশ ছাড়পত্রবিহীন ভাটাগুলোতে অসাধু উপায়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এসব ভাটার নামে মিটার নম্বর দিয়ে নিয়মিত বিল কাগজ সরবরাহ করছে বোনারপাড়া জোনাল অফিস। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাটা মালিক জানান, সংযোগ নিতে গেলে কিছু খরচ করতেই হয়, না দিলে কাজ হয় না।

পরিবেশ অধিদপ্তরের হিসাব মতে দেশে মোট ৭ হাজার ৮৬টি ইটভাটা চালু রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৫০টির পরিবেশ ছাড়পত্র নেই। যার মধ্যে ঢাকার আশপাশে ও জেলার কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, সাভার, ধামরাই, আশুলিয়া ও দোহার উপজেলায় আছে অনুমোদনহীন ৫০৪টি।