এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। গত ঈদে তার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হয়। ঈদের পর এখন পর্যন্ত একটি নাটকের কাজই করেছেন। নাটকের নাম ‘লং ড্রাইভ’। এটি রচনা করেছেন সায়েম খান।