বিনোদন রিপোর্টার
এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। গত ঈদে তার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হয়। ঈদের পর এখন পর্যন্ত একটি নাটকের কাজই করেছেন। নাটকের নাম ‘লং ড্রাইভ’। এটি রচনা করেছেন সায়েম খান। পরিচালনা করেছেন সাদনান রনি। নাটকটির গল্পে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী। উর্বী বলেন, ‘লং ড্রাইভ নাটকের গল্পটা খুব সুন্দর। আমি আর মীর রাব্বি স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। আমরা লং ড্রাইভে যাওয়ার পর নানা সমস্যার মুখোমুখি হই। এ নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটির রচয়িতা সায়েম খানকে ধন্যবাদ চমৎকার একটি গল্প রচনার জন্য। পরিচালককেও অনেক ধন্যবাদ। কারণ তিনি অনেক কষ্ট করে, ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আমি কাজটি করে সত্যিই ভীষণ তৃপ্ত। আশা করছি, এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
মীর রাব্বি এরই মধ্যে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকের মনে গেঁথে আছে। ‘লং ড্রাইভ’ নাটকেও তিনি প্রিয়ন্তী উর্বীর বিপরীতে দুর্দান্ত অভিনয় করেছেন। তাই আশা করা যাচ্ছে, উর্বী ও মীর রাব্বি অভিনীত এ নাটক প্রচারে এলে বেশ সাড়া ফেলবে। এদিকে প্রিয়ন্তী উর্বী টিটোর নির্দেশনায় প্রাণ-আরএফএলের একটি নতুন প্রডাক্টের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে।
এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। গত ঈদে তার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হয়। ঈদের পর এখন পর্যন্ত একটি নাটকের কাজই করেছেন। নাটকের নাম ‘লং ড্রাইভ’। এটি রচনা করেছেন সায়েম খান। পরিচালনা করেছেন সাদনান রনি। নাটকটির গল্পে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী। উর্বী বলেন, ‘লং ড্রাইভ নাটকের গল্পটা খুব সুন্দর। আমি আর মীর রাব্বি স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। আমরা লং ড্রাইভে যাওয়ার পর নানা সমস্যার মুখোমুখি হই। এ নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটির রচয়িতা সায়েম খানকে ধন্যবাদ চমৎকার একটি গল্প রচনার জন্য। পরিচালককেও অনেক ধন্যবাদ। কারণ তিনি অনেক কষ্ট করে, ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আমি কাজটি করে সত্যিই ভীষণ তৃপ্ত। আশা করছি, এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
মীর রাব্বি এরই মধ্যে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকের মনে গেঁথে আছে। ‘লং ড্রাইভ’ নাটকেও তিনি প্রিয়ন্তী উর্বীর বিপরীতে দুর্দান্ত অভিনয় করেছেন। তাই আশা করা যাচ্ছে, উর্বী ও মীর রাব্বি অভিনীত এ নাটক প্রচারে এলে বেশ সাড়া ফেলবে। এদিকে প্রিয়ন্তী উর্বী টিটোর নির্দেশনায় প্রাণ-আরএফএলের একটি নতুন প্রডাক্টের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৩ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে