
ইসরাইলের আপিল বাতিল করে রায় দিল আইসিসি আপিল চেম্বার
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আপিল চেম্বার সোমবার ইসরাইলের যুক্তির বিরুদ্ধে রায় দিয়েছে। ৭ অক্টোবর ২০২৩ সালের পর গাজায় সংঘটিত অপরাধের তদন্ত অবৈধ দাবি করেছিল ইসরাইল তবে তা গ্রহণযোগ্য নয় বলে রায় দিয়েছে আইসিস’র আপিল চেম্বার।
