জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজই হবে আন্দ্রে অ্যাডামসের সঙ্গে বাংলাদেশ দলে শেষ অ্যাসাইনমেন্ট। এমনটা শোনা যাচ্ছিল লম্বা সময় ধরেই। শেষ পর্যন্ত ওই শঙ্কায় সত্যি হতে যাচ্ছে। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন না এই কিউই।