আরব আমিরাত সফরে থাকছেন না অ্যাডামস

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ মে ২০২৫, ১৭: ১০

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজই হবে আন্দ্রে অ্যাডামসের সঙ্গে বাংলাদেশ দলে শেষ অ্যাসাইনমেন্ট। এমনটা শোনা যাচ্ছিল লম্বা সময় ধরেই। শেষ পর্যন্ত ওই শঙ্কায় সত্যি হতে যাচ্ছে। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন না এই কিউই। তাকে ‘বরখাস্ত’ করছে বিসিবি। তার অনুপস্থিতিতে কে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সেটা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, আরব আমিরাত সফরে কোনো পেস বোলিং কোচ থাকবেন না।

বিজ্ঞাপন

আন্দ্রে অ্যাডামসের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। তিনি জানান, অতি দ্রুতই নতুন পেস বোলিং কোচ নিয়োগ দিবে বিসিবি। সে দৌড়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।

এইদিকে কোচ অ্যাডামসের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত আছে বর্তমান চুক্তির মেয়াদ। তবে চুক্তি অনুযায়ী দুই মাসের নোটিশ পিরিয়িড দিয়ে চুক্তি বাতিল করার সুযোগ আছে বিসিবির সামনে। ওই সুযোগ নিয়েই তাকে ‘বরখাস্ত’’ করছে বিসিবি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত