
শারাকে ট্রাম্পের প্রশ্ন ‘আপনার কতজন স্ত্রী’
তাদের সেই ঐতিহাসিক সাক্ষাতের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। যেখানে দেখা গেছে, বৈঠকের পর ট্রাম্প তার নামাঙ্কিত ‘ভিক্টরি ৪৫-৪৭’ পারফিউমের দুটি বোতল উপহার দেন শারাকে। এমনকি শারার গায়েও পারফিউম স্প্রে করে দেন ট্রাম্প। এ সময় তিনি শারাকে বলেন, এটি সেরা সুগন্ধি, অন্যটি আপনার স্ত্রীর জন্য।


